দ্য ওয়াল ব্যুরো: ইউটিউবে এখন বেশ সরব অর্চনা পুরান সিং। কখনও রান্না, কখনও পারিবারিক মুহূর্ত, কখনও আবার ঘুরতে গিয়ে নানা অভিজ্ঞতা—সবই ভাগ করে নিচ্ছেন নিজের চ্যানেলে। স্বামী পরমিত শেঠি এবং দুই ছেলেকে পাশে নিয়ে অর্চনা তৈরি করছেন একের পর এক ব্লগ। তবে এবার সেই ইউটিউব চ্যানেলেই উঠে এল এক চাঞ্চল্যকর অভিজ্ঞতা—দুবাই ভ্রমণে গিয়ে স্ক্যামের শিকার হয়েছেন অর্চনা ও তাঁর পরিবার।