দ্য ওয়াল ব্যুরো: বিশ্বখ্যাত পপ তারকা ও ব্যবসায়ী রিহানা এবং তার সঙ্গী এএসএপি রকি তৃতীয়বারের মতো বাবা-মা হলেন। তাদের ঘর আলো করে এসেছে একটি ফুটফুটে কন্যাসন্তান। ইনস্টাগ্রামে সদ্যোজাতর ছবি শেয়ার করে রিহানা নিজেই এই সুখবর জানিয়েছেন।
রিহানা তার মেয়ের নাম রেখেছেন 'রকি আইরিশ মেয়ার্স'। ছবিতে দেখা যাচ্ছে, সদ্যোজাত তার ভাইদের পাশে শুয়ে আছে। ক্যাপশনে রিহানা জানান, তাদের মেয়ে ১৩ সেপ্টেম্বর, ২০২৫-এ জন্ম নিয়েছে।
