শুভদীপ বন্দ্যোপাধ্যায়
এখনকার সময়ে এমনটা আলোচনা হওয়ার মতো বিষয় না হলেও, স্বাধীনতা পূর্ববর্তী যুগে, আজ থেকে ১০০ বছর আগে এমনটা মোটেও খুব জলভাত ব্যাপার ছিল না। সে সময় থেকেই তিনি যেন সিঙ্গেল মাদারদের অনুপ্রেরণা। কিন্তু তাঁর কাহিনি, তাঁর লড়াই আজ একেবারেই বিস্মৃত। এ যুগে তাঁর নাম জানে কজন?
তিনি লীলা চিটনিস, ভারতীয় চলচ্চিত্রের প্রথম দিকের যুগে এক সাহসী নায়িকা।