দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ে এক প্রসাধনী সংস্থার অনুষ্ঠানে হাজির হয়ে সরল অথচ দৃঢ় উত্তর দিয়ে সবার দৃষ্টি কাড়লেন অভিনেত্রী ইয়ামি গৌতম। অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল— কখনও কি তিনি সৌন্দর্য বাড়াতে প্লাস্টিক সার্জারি বা অস্ত্রোপচারের কথা ভেবেছেন? প্রশ্ন শুনেই ইয়ামির তির্যক জবাব, “শুধু আলু-পেঁয়াজকেই ছুরি দিয়ে কাটাছেঁড়া করা উচিত!”
প্রশ্নকর্তা আরও বলেন, অনেক তারকাই এ পথ বেছে নেন। তাতেও অভিনেত্রীর সোজাসাপ্টা উত্তর, “আমি কারও জীবন নিয়ে উপদেশ দিই না। আমার ভক্তরা আমাকে যেমন আছি, তেমনভাবেই গ্রহণ করেছেন সত্যি, খুঁতসমেত, নিজের মতো। খুশি থাকলেই মানুষ সুন্দর লাগে।”
#REL