দ্য ওয়াল ব্যুরো: বলিউডের কমেডি কোর্টরুম ড্রামার ভক্তদের জন্য সুখবর। ফিরে আসছে ‘জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজি, এবার আরও বেশি মজা আর নাটকীয়তা নিয়ে। অক্ষয় কুমার আর আরশাদ ওয়ারসি, দুই ‘জলি’ এবার মুখোমুখি আদালতের মঞ্চে, আর মাঝখানে বিচারকের আসনে সৌরভ শুক্লা।
মঙ্গলবার সকালে প্রকাশিত ‘জলি এলএলবি ৩’-এর প্রথম ঝলকেই স্পষ্ট, হাসির ডোজ এবার ডাবল হতে চলেছে। টিজারে দেখা গেল, আদালতের মধ্যে দুই জলির তুমুল বাকযুদ্ধ, যা সামলাতে হিমশিম খাচ্ছেন বিচারপতি ত্রিপাঠী (সৌরভ শুক্লা)। এর মধ্যেই কোর্টরুমে হঠাৎ ঢুকে পড়ে এক ছাগল। এ যেন ফিল্মি বিশৃঙ্খলার সেরা উদাহরণ!
#REL