দ্য ওয়াল ব্যুরো: নিত্যনতুন পোশাক আর এক্সপেরিমেন্টাল ফ্যাশন সেন্স, এই দুইয়ের জন্যই বরাবর চর্চার কেন্দ্রে থাকেন মডেল-অভিনেত্রী উরফি জাভেদ। কখনও অদ্ভুত পোশাকের জন্য, তো কখনও ফ্যাশন স্টেটমেন্টের জন্য। গত জুলাই মাসেও উরফিকে ঘিরে শুরু হয়েছিল নতুন বিতর্ক।
আসলে নিজের মুখ থেকে লিপ ফিলার্স সরাতেই রীতিমতো ফুলে গিয়েছিল তাঁর ঠোঁট-মুখ। সেই ছবি দেখে আঁতকে উঠেছিল নেটপাড়া। অনেকেই ধরে নিয়েছিলেন, উরফি হয়তো নতুন করে ফিলার্স করাচ্ছেন। কিন্তু না, বাস্তবটা ছিল একেবারেই উল্টো।
#REL