দ্য ওয়াল ব্যুরো: কোনও একটা সাধারণ পোশাক আর অ্যাকসেসরিজ কীভাবে পরতে হবে, তা প্রতিবারই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি 'বারাণসী' ছবির অনুষ্ঠানে তাঁর পরা আইভরি রঙের অনামিকা খান্না লেহেঙ্গাটি শুধুমাত্র একটি ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করেনি, বরং এটি ২০২৩ সালের জন্য 'কোমরবন্ধনী' (Kamarbandh)-কে নতুন করে আবার ট্রেন্ড্রে এনেছে।
এক সময় কোমরবন্ধনীকে শুধু কনের সাজের অংশ হিসেবে ভাবা হত। কিন্তু এখন এটা বছরের অন্যতম জনপ্রিয় ফ্যাশন অ্যাকসেসরিজ। শাড়ি, লেহেঙ্গা কিংবা ইন্দো-ওয়েস্টার্ন—যে কোনও পোশাকের সঙ্গেই সহজে মানিয়ে যায় এই অ্যাকসেসরিজ।