দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালের মিলান ফ্যাশন উইকে (Milan Fashion Week 2025) গুচির (Gucci) গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর আলিয়া ভাট (Alia Bhatt) তার দারুণ ফ্যাশন সেন্স দিয়ে সবার নজর কেড়েছেন। ইতালীয় এই বিলাসবহুল ব্র্যান্ডের ক্রিয়েটিভ ডিরেক্টর ডেমন-এর প্রথম কালেকশনের সিনেমাটিক শো, ‘দ্য টাইগার’-এর বিশেষ স্ক্রিনিং-এ এসেছিলেন তিনি।
alia bhatt at milan fashion week, SLAYEDDD pic.twitter.com/F2Df79x7aQ