শুভদীপ বন্দ্যোপাধ্যায়
মেনকা সিনেমা হলে পোস্টার পড়ল শাহরুখ-রানির অন্তরঙ্গ দৃশ্যের। কখনও তাঁরা গভীর চুম্বনে লিপ্ত কখনও বা শয্যাদৃশ্যে হোটেল রুমে শাহরুখ-রানি। অন্যদিকে অভিষেকের সঙ্গেও ঘনিষ্ঠ দৃশ্যে রানির পোস্টার। সঙ্গে আছে আবার প্রীতি জিন্টার ঝড় তোলা ছবি। এই ছবির শো স্টপার বিগ বি অমিতাভ বচ্চন। ২০০৬ সালে মুক্তি পেয়েছিল করণ জোহরের ‘কভি অলভিদা না কেহনা' (Kabhi Alvida Naa Kehna)।
'Before Sunset' হলিউড ছবি দেখার পর এই ছবির প্লট মাথায় আসে করণের। প্রায় ২০ বছর পূর্ণ করতে চলেছে 'কভি অলভিদা না কেহ না'। এখনও তো এই ছবি প্রাসঙ্গিক।