দ্য ওয়াল ব্যুরো: শেষ হয়েও সব সম্পর্ক হয়তো শেষ হয় না। দুর্গা পুজোর মতো উৎসবে বহু বছরের ধুলো পড়ে যাওয়া সম্পর্ক আবার নতুন করে প্রাণ পায়। ঠিক মুম্বইয়ের মুখোপাধ্যায় বাড়ির পুজোতে (Mukherjee Barir Pujo) ঘটল যেমন এই বিরল মুহূর্ত।
টলিউড বাদশা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) সঙ্গে টালিগঞ্জ 'অপরূপা' দেবশ্রী রায়ের (Debasree Roy) বিবাহ বিচ্ছেদ সেই নয়ের দশক থেকে চর্চিত ঘটনা। তারপর থেকে আর কখনও একসঙ্গে কাজ করেননি দু'জনে। আজও মুখ দেখাদেখি বন্ধ দু'জনের। এক দম্পতির বিবাহ বিচ্ছেদ মানেই কী দুই পরিবারেরও বিচ্ছেদ? কিছু উৎসবে সেই পুরনো আবেগের যেন রিইউনিয়ন হয়।