দ্য ওয়াল ব্যুরো: দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আজ আর বিলাসিতা নয়, প্রয়োজন। ব্যস্ত সকালে মুখরোচক কিছুর তাগিদ থাকলেও অনেকেই চায় পুষ্টিকর কিছু খেতে। সেই চাহিদা থেকেই ঘরে তেল ছাড়া মুচমুচে, ক্রিসপি দোসা (Crispy Dosa Recipe) বানানোর সহজ একটি পদ্ধতি জনপ্রিয় হতে শুরু করেছে। হালকা, পুষ্টিকর ও দ্রুত তৈরি করা যায়- তাই দোসা (South Indian Food Dosa) অনেকেই পছন্দ করেন। সেই রেসিপিই যদি তেল ছাড়া বানানো যায় (Oil-free Dosa), তাহলে সেটি সুস্বাদুর পাশাপাশি স্বাস্থ্যকর হয়।
ব্রেকফাস্ট কেন গুরুত্বপূর্ণ?