দ্য ওয়াল ব্যুরো: বেশ কয়েক বছর পর ফ্যাশন র্যাম্পে (Fashion Ramp) ফিরলেন বলিউড অভিনেত্রী (Bollywood Actress) কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। শুক্রবার 'রাবতা বাই রাহুল' (Raabta by Rahul)-এর ব্রাইডাল কালেকশন 'সালতানাত'-এর জন্য তিনি শো স্টপার (Showstopper) হিসেবে র্যাম্পে হাঁটলেন। ভারী কাজের আইভরি শাড়ি এবং মানানসই পান্না ও সোনার গয়নায় কঙ্গনাকে দেখে মুগ্ধ হয়েছেন তাঁর ভক্তরা।
বহু বছর পর কঙ্গনার এই প্রত্যাবর্তনকে সাদরে গ্রহণ করেছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তেই ভক্তরা তাঁকে 'ওজি র্যাম্প কুইন' বলে মন্তব্য করেছেন।
#REL