দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকের জনপ্রিয় তারকা মণীষা কৈরালা (Manisha Koirala) সম্প্রতি বিমানবন্দরে যে লুকে ধরা দিয়েছেন, তাতে মুগ্ধ হয়েছেন তাঁর অনুরাগীরা। মেকআপ ছাড়া একেবারেই স্বাভাবিক লুকে এবং নিজের পাকা চুল ফ্লন্ট করে ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিয়েছেন তিনি।
মুম্বই বিমানবন্দরের বাইরে পাপারাৎজিদের দেখে ৫৫ বছর বয়সী মণীষা হাসেন। তাঁকে কালো হুডি ও কালো প্যান্টে দেখা যায়। চোখে ছিল সানগ্লাস, আর হুডিতেও ঝোলানো ছিল আরও একটা চশমা।
#REL