দ্য ওয়াল ব্যুরো: টেলিভিশনের পর্দা এখন যেন এক যুদ্ধক্ষেত্র—প্রতিটি চরিত্র, প্রতিটি গল্প, প্রতিটি সংলাপ যেন দর্শকের মন জয় করার এক অস্ত্র। আর এই সপ্তাহের টিআরপি তালিকা যেন সেই যুদ্ধের ফলাফলপত্র। কে জিতল দর্শকের ভালোবাসা? কে হারাল মুকুট?
টলিপাড়ার আড্ডায় এখন একটাই গুঞ্জন—‘জগদ্ধাত্রী’ নাকি এবার শেষের পথে। তিন বছরের দীর্ঘ সাফল্যের পরও সিরিজটির জনপ্রিয়তা কিন্তু এখনও অবিচল। তবু এবারের রেটিং-যুদ্ধে সে পিছিয়ে পড়ল খানিকটা। ‘পরিণীতা’র কাছে হার মানল সবাই।
#REL