দ্য ওয়াল ব্যুরো: পান পাতা মুখ, শান্ত স্বভাবের অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায় (Ipshita Mukherjee)। এক বছরের বেশি তিনি ছোট পর্দায় নেই। তাঁকে মিস করছিল টেলিভিশনের দর্শকরা। এবার সুখবর। আবার দর্শকদের অন্দরমহলে ফিরছেন ঈপ্সিতা। তবে আরও সুখবর, একই সাথে বড় পর্দাতেও ফিরছেন এই মিষ্টি অভিনেত্রী।