দ্য ওয়াল ব্যুরো: টেলিভিশনের জগৎ ঠিক যেন এক আবেগঘন মঞ্চ— যেখানে প্রতিটি চরিত্রের হাসি-কান্নার সঙ্গেই মিশে যায় দর্শকের মন। কখনও উচ্ছ্বাস, কখনও হতাশা। আর সেই উত্থান-পতনের প্রতিচ্ছবি মেলে টিআরপি-র রিপোর্ট কার্ডে। গত সপ্তাহে ধাক্কা খেল ‘পরশুরাম’, তা যেন এক নাটকীয় মোড়, যেভাবে গল্পে হঠাৎ বদলে যায় ভাগ্য। টানা কয়েক সপ্তাহ বেঙ্গল টপারের জায়গায় থাকা এই ধারাবাহিকটি এবার সরে যেতে বাধ্য হয়েছে।
