দ্য ওয়াল ব্যুরো: নেতিবাচক চরিত্র করেও যে সবথেকে চর্চায় থাকা যায় তার উদাহরণ শিঞ্জিনী চক্রবর্তী (Shinjini Chakraborty)। লীনা গঙ্গোপাধ্যায়ের জহুরির চোখ নেগেটিভ চরিত্রে হীরে চিনে নিতে ভুল করেননি। 'চিরসখা' (Chirosakha) ধারাবাহিকে (Serial) অতি নেতিবাচক পুত্রবধূর চরিত্র করে সবার চক্ষুশূল হয়েছেন অভিনেত্রী।
বর্ষার চরিত্রে ভীষণ ভাবে হিট তিনি। দর্শক যত দুর্মুখ হবে তাঁর প্রতি ততই শিল্পীর জনপ্রিয়তা। তবে এবার আর একটি নতুন সিরিয়ালে দেখা যাবে শিঞ্জিনি চক্রবর্তীকে।