দ্য ওয়াল ব্যুরো: শেষ হচ্ছে একের পর এক বাংলা সিরিয়াল (Bengali Serial)। মেগা সিরিয়াল নাম হলেও এক বছরও টানতে পারছে না হালের বেশ কিছু সিরিয়াল। 'বুলেট সরোজিনী'র পর এবার বিদায় ঘন্টা বাজল 'তেঁতুলপাতা' (Tentulpata) সিরিয়ালের।
শোনা যাচ্ছে, শেষ করে দেওয়া হবে এই বাংলা সিরিয়াল। দর্শকমনও সেভাবে জয় করতে পারেনি এই মেগা। টিআরপি তলানিতে তাই নাকি শেষ হচ্ছে 'তেঁতুলপাতা'।