দ্য ওয়াল ব্যুরো: আকাশের আজ মন ভাল নেই। সকাল থেকেই মেঘলা। তবে এমনই এক অগ্রহায়ণের হলুদ-তেল মাখা সকালে কুমার-চট্টোপাধ্যায়ের পরিবারে সকাল থেকেই ছিল হইহই। বাড়ি জুড়ে কাঁচা হলুদ রোদ ধুইয়ে দিচ্ছিল নববধূর গা।
কথা হচ্ছে দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়ের। আজ অর্থাৎ ৯ ডিসেম্বর তাঁদের বিয়ের জন্মদিন। পাঁচ বছর পূর্ণ করলেন তাঁরা, একে অপরের পাশে থেকে, ভাল-মন্দে।
