দ্য ওয়াল ব্যুরো: ঋষি কৌশিক (Rishi Koushik) আর রুকমা রায় (Rooqma Ray) দু'জনেই ছোট পর্দার জনপ্রিয় জুটি। তাঁদের অগুন্তি ভক্তের শেষ নেই। কিন্তু দু'জনের একসঙ্গে কাজ খুব একটা খুঁজে পাওয়া যায় না। এবার টিভির পর্দায় নতুন সিরিয়ালে (New Bengali Serial) আসতে চলেছেন দু'জন।
ঋষি কৌশিক অসমের ছেলে। কলকাতার টালিগঞ্জ স্টুডিও পাড়ায় এসে তিনি মন জয় করে নেন। জি বাংলার 'একদিন প্রতিদিন' থেকে স্টার জলসার 'এখানে আকাশ নীল' সিরিয়াল থেকে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন ঋষি কৌশিক।