দ্য ওয়াল ব্যুরো: এই সপ্তাহের টিআরপি তালিকা সামনে আসতেই যেন নতুন করে দপদপ করতে শুরু করেছে বাংলা ধারাবাহিক দুনিয়া। চোখ ছিল সকলেরই— বিশেষত স্বস্তিকা দত্তের প্রত্যাবর্তনের ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-র দিকে। আর প্রথম দফাতেই যেন বাজিমাত! দ্বিতীয় সপ্তাহেই নম্বর নিয়ে হাজির হল ৬.৬ রেটিং। শুধু দর্শকের মন জয় নয়, স্লটেও দাপট— দাদামণির কাছ থেকে নিজের জায়গা ধরে রাখল স্বস্তিকার নতুন মেগা। যেখানে প্রতীক সেন অভিনীত ‘দাদামণি’-র ঝুলিতে উঠল ৬.০।
#REL