দ্য ওয়াল ব্যুরো: দু বছর আগে ২০২৩ সালের নভেম্বর মাসে 'মিঠিঝোরা' (Mithijhora) সিরিয়াল পথ চলা শুরু করেছিল। তিন বোনের গল্প ও তাদের বিয়ের পরের কাহিনি নিয়ে চলেছে এই ধারাবাহিক (Bengali Mega Serial)। এই সিরিয়ালে একটা আটপৌরে গল্প আছে বলেই দর্শকের ভালবাসা আদায় করে নেয়। টিআরপিতে মাঝেমধ্যেই নেমে যেত এই মেগা কিন্তু বোনেদের রোজকার গল্প দর্শকরা আপন করে নিয়েছিল এই ধারাবাহিককে।
তবে সম্প্রতি শেষ হতে চলেছে 'মিঠিঝরা'। সিরিয়ালের অন্তিম পর্বের শ্যুট হয়ে গেল সম্প্রতি।