শুভদীপ বন্দ্যোপাধ্যায়
জনপ্রিয় সিরিয়াল 'চিরসখা' এখন উত্তাল। ঝড় উঠেছে 'অধরা মাধুরী' বাড়িতে। কমলিনীর সংসারে কিছুদিন আগে ফিরে এসেছে তাঁর ২০ বছর আগে মারা যাওয়া বর চন্দ্র। এবার গোদের উপর বিষফোড়া। কমলিনীর সতীন অর্থাৎ চন্দ্রর দ্বিতীয় বউ ও এক কন্যা সন্তান এসে হাজির। কমলিনীর সতীন সোহিনীর
চরিত্রে অভিনয় করছেন স্বর্ণকমল দত্ত। বড় পর্দার নায়িকা হয়েও তিনি গড়তে পারেননি কেরিয়ার। বিয়ে আর সন্তান মানুষ করতে গিয়ে ছাড়েন অভিনয় জীবন। ইন্ডাস্ট্রি তাঁকে ফিরিয়ে দেয়নি ছেড়ে যাওয়া রাজত্ব।