শুভদীপ বন্দ্যোপাধ্যায়
তখন 'সিরিয়াল' শব্দটার সঙ্গে পরিচিত ছিল না মানুষ। 'সিরিয়াল' খায় না মাথায় মাখে তাই বুঝত না লোকে। কোনও প্রোডাকশন হাউসেরও সঠিক অর্থে ধারণা ছিল না সিরিয়াল তৈরি করলে কতটা লাভজনক ব্যবসা হতে পারে। বাংলা সিরিয়ালের পথিকৃত যদি কাউকে বলা যায় তিনি একমাত্র লেজেন্ড জোছন দস্তিদার। তাঁর হাত ধরেই বাংলা সিরিয়ালের (Bengali serial) জয়যাত্রা শুরু। সেই শুরু 'তেরো পার্বণ' ধারাবাহিক। আর সেই ধারাবাহিকে হিরো হয়ে এসেছিলেন গোরা-র চরিত্রে সব্যসাচী চক্রবর্তী। আজ সব্যসাচীর জন্মদিনে ফিরে দেখা তাঁর প্রথম পর্দায় অভিনীত চরিত্রের গল্প।