শুভদীপ বন্দ্যোপাধ্যায়
১৯৭৫ সালের ৯ অগস্ট। শুরু হল কলকাতা দূরদর্শন। আকাশবাণীর রোজকার গ্ল্যামার কমে গেল কলকাতা দূরদর্শনের আগমনে। শোনা থেকে এবার দেখা আর শোনা একসঙ্গে। টিভি যেন তখন এক বিস্ময় বাক্স। পাড়ায় একটা বাড়িতে টেলিভিশন থাকা মানে সবাই সেই বাড়িতে সেখানে টিভি দেখতে চলে যেত। আর কলকাতা দূরদর্শন টিভিতে নিয়ে এল শিক্ষা ও বিনোদনমূলক অনুষ্ঠান। যা হল ভীষণ জনপ্রিয়।