শুভদীপ বন্দ্যোপাধ্যায়
সময়টা নয়ের দশকের মাঝামাঝি। কেবল টিভির যুগ সবে সবে এসেছে। মোবাইল, সোশ্যাল মিডিয়া কিছুই জানত না সাধারণ মানুষ। কলকাতায় ঋতুপর্ণ ঘোষ সবেসবে ছবি করতে শুরু করেছেন। কিন্তু তখন অন্যরকম ভালবাসার ছবি ঋতুপর্ণ করেননি। সেসময় এক অন্যরকমের ভালবাসার গল্প নিয়ে বলিউডে ছবি করলেন দীপা মেহতা। ছবির নাম 'ফায়ার'। দুই সমকামী নারীর গল্পে সত্যি সত্যি আগুন লেগে গেল সমাজে। ঢাক ঢাক গুড় গুড়ের মাঝেই ভালবাসার অন্ধকার দিকে প্রদীপের সলতে জ্বেলে আলো ধরলেন দীপা মেহতা।