শুভদীপ বন্দ্যোপাধ্যায়
সুজয়প্রসাদ নামটা যেন সেলিব্রেশনের আর এক নাম। জীবনের শোক,তাপ,দুঃখ সুজয় পার করেন নিজেকে সংস্কৃতির নানা অঙ্গনে ছড়িয়ে দিয়ে। সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় (Sujoyprasad Chatterjee) যেন একই অঙ্গে এত রূপ। বাচিকশিল্প, অভিনয়, পোশাক পরিকল্পনা নানা ধারাতেই তিনি অনন্য। এবার পুজোয় কী করছেন সুজয়প্রসাদ? পুজো বিদেশে বহুবার কাটালেও এবার সুজয় যাচ্ছেন দিল্লিতে অনুষ্ঠান করতে। কেন সুজয়প্রসাদের কাছে এবার পুজোয় (Pujo) দিল্লি যাওয়া স্পেশাল? এক্সক্লুসিভলি সেই সুখবর তিনি প্রথম জানালেন দ্য ওয়াল-কে।