দ্য ওয়াল ব্যুরো: আড়ালেই থাকেন পাওলি দামের বর। ইন্ডাস্ট্রির রটনা বরের সঙ্গে সম্পর্ক নাকি বিশেষ ভাল নয় তাঁর। সম্প্রতি এও শোনা যায় স্বামী অর্জুন দেবের সঙ্গে নাকি বিচ্ছেদের পথে হাঁটতে পারেন তিনি। এ দিন ৪ ডিসেম্বর, পাওলি-অর্জুনের বিবাহবার্ষিকী। আর এই বিশেষ দিনেই স্পষ্ট হল সবটা। প্রকাশ্যে এল সত্যি।
গুঞ্জনকে 'শাটআপ'। বরের সঙ্গে ছবি শেয়ার করে পাওলি লিখলেন, "আট বছর পার, গুণে চলেছি"। সম্পর্ক যে রয়েছে সে প্রমাণই দিলেন তিনি।