রূপক মিশ্র
পনেরো শতক। মহাকাব্যের বীররসকে বাংলার লোকজ সংস্কৃতিতে মন্থন করলেন কাশীরাম দাস। তারপর উনিশ শতকে কালীপ্রসন্ন সিংহের বিস্তৃত ভাষান্তরণ থেকে বিশ শতকে রাজশেখর বসুর নির্মেদ সারানুবাদ, রবীন্দ্রনাথের ‘কর্ণ-কুন্তী-সংবাদ’ কিংবা নাটকে গিরিশ ঘোষের ‘অভিমন্যুবধ’ হয়ে ব্রাত্য বসুর ‘জতুগৃহ’—মহাভারতকে পর্বে-পর্বান্তরে ধরতে চেয়েছে, বুঝতে চেয়েছে বাঙালি।