দ্য ওয়াল ব্যুরো: ওটিটি প্ল্যাটফর্মে রবিনা টন্ডনের সফল অভিষেক ঘটেছিল ‘আরণ্যক’ সিরিজের মাধ্যমে। ২০২১ সালে মুক্তি পেয়েই এই থ্রিলার সিরিজ দর্শকদের মন জয় করে নেয়। সেই সময় থেকেই জল্পনা চলছিল—কি হবে ‘আরণ্যক’-এর দ্বিতীয় সিজন? এবার সেই সম্ভাবনায় জল ঢেলে দিলেন রবিনা নিজেই।
সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রবিনা টন্ডন স্পষ্ট জানান, “It’s not happening”—অর্থাৎ, আরণ্যকের দ্বিতীয় সিজনের আর কোনও সম্ভাবনাই নেই। অভিনেত্রী জানান, শুরুতে সিজন ২-এর ব্যাপারে আশাবাদী ছিলেন তাঁরা, এমনকি চিত্রনাট্যও লেখা হয়েছিল। কিন্তু তারপর আর এগোয়নি পরিকল্পনা।
#REL