দ্য ওয়াল ব্যুরো: থামার নাম নেই ইয়ানিক সিনারের (Jannik Sinner)। তুরিনের ইনালপি অ্যারেনায় আবারও শিরোপা ধরে রাখলেন ইতালির এই বিশ্ব তারকা। ফাইনালে সরাসরি সেটে হারালেন বিশ্বের এক নম্বর কার্লোস আলকারাজকে (Carlos Alcaraz)—৭-৬ (৭-৪), ৭-৫।
এই নিয়ে টানা দ্বিতীয় বছর এটিপি ফাইনালস (ATP Finals) জিতলেন তিনি। আরও উল্লেখযোগ্য, দুই মরশুমেই একটিও সেট না হারিয়ে চ্যাম্পিয়ন। ইন্ডোর হার্ডকোর্টে তাঁর অপরাজিত থাকার ধারা এখন ৩১ ম্যাচে এসে ঠেকেছে। বর্তমান টেনিসে যে তিনি অন্যদের থেকে অন্তত অর্ধেক ধাপ এগিয়ে, টুরিনই তার প্রমাণ।
#REL