দ্য ওয়াল ব্যুরো: ‘নিজের উপর বিশ্বাস রাখো আর ভিটামিন খাও। তাহলেই দেখবে সব ঠিক আছে!’
তরুণদের সুখী জীবনলাভের টোটকা বাতলে দিয়েছিলেন যিনি, সেই জমকালো সাজপোশাক, চোখে আঁটা সানগ্লাস, উচ্চকিত গলা, বডি স্ল্যামের সিগনেচার মুভ আর ফিনিশিংয়ের ঠিক আগে দর্শকদের দিকে গুনে গুনে চারবার কান পেতে নিজের জয়গান শোনার আর্জি জানানো রেসলার হাল্ক হোগান (Hulk Hogan) গতকাল প্রয়াত হয়েছেন (Hulk Hogan Died)। বয়স হয়েছিল ৭১ বছর। আমেরিকার ফ্লোরিডার (Florida) ক্লিয়ারওয়াটারে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হোগান।