দ্য ওয়াল ব্যুরো: রোজভ্যালি কেলেঙ্কারিতে (Rosevalley) গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠ-কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠতেই ফের নড়েচড়ে বসল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
বৃহস্পতিবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিল, পুরো বিষয়টি এবার ফরেন্সিক অডিট (SFIO is now tasked with forensic audit) করবে কেন্দ্রীয় সংস্থার সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (এসএফআইও)। আগামী তিন মাসের মধ্যেই জমা দিতে হবে তাদের রিপোর্ট।
#REL