প্রতীতি ঘোষ, ব্যারাকপুর
আবারও চিটফান্ডে সর্বস্ব খোয়ালেন কয়েকশো মানুষ। এবার প্রতারণার অভিযোগ উঠল রহড়া থানার পাতুলিয়া এলাকায়। বাসিন্দারা জানান, ‘মাতৃ ব্যবসায়ী ফান্ড’-এর নামে অন্তত কোটি টাকার বেশি টাকা আত্মসাৎ করেছে একই পরিবারের চার ভাই। এদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি তিনজন পলাতক।