শুভদীপ বন্দ্যোপাধ্যায়
আজ সারা শহর জুড়ে গণেশ চতুর্থীর সাজো সাজো রব। মহারাষ্ট্রের পুজো সাড়ম্বরে বরণ করে নিয়েছে বাংলার মানুষ। আজ বাঙালির ঘরে-বাইরে চারিদিকে গণেশ পুজোর রমরমা। বিশ্বকর্মার পুজো নয়, গণেশ পুজো দিয়েই এখন বাঙালির উৎসবের আমেজ শুরু হয়। এখন তো সেলেবদের ঘরেও গণেশ চতুর্থী ঘটা করে পালন করা হয়। আজ গণেশ চতুর্থীর দিন জনপ্রিয় অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় কী করছেন? কতটা মন থেকে তিনি মানেন এই ভিনরাজ্যের পুজো কালচারকে? দ্য ওয়াল আড্ডায় জানালেন ভাস্বর নিজেই।