শুভদীপ বন্দ্যোপাধ্যায়
রাত পোহাতেই অঝোর বৃষ্টি। জলমগ্ন সারা শহর (Kolkata Metro City)। উত্তর থেকে দক্ষিণ ভাসছে জলে। হঠাৎ থমকে ব্যস্ততম দিন। পুজোর আগেই হঠাৎই 'রেনি ডে' (Rainy Day) আজ। কী করছেন টলিউড অভিনেতারা? দ্য ওয়ালে আজ বৃষ্টিমুখর দিনে কী করছেন জানালেন টলি-অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)।