প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা
হাবড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ড। কোমর-সমান জলের নীচে গোটা এলাকা। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দা বিধান হালদার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েই বাঁধে বিপত্তি। জল ভেঙে টিউবের ভেলায় করে কোনওরকমে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন প্রতিবেশীরা। ভেলাতেই তাঁর পরিস্থিতির অবনতি হওয়ায় স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তাঁকে। বিধানবাবুকে মৃত বলে ঘোষণা করেন ওই চিকিৎসক। এই খবর জানাজানি হতেই ক্ষোভ উগরে দেন বাসিন্দারা।