দেবাশিস গুছাইত, হাওড়া
রাতভর টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে হাওড়া শহরের বিস্তীর্ণ অঞ্চল। শিবপুর, শালিমার, ডুমুরজলা, কাসুন্দিয়া, ইছাপুর, কদমতলা, টিকিয়াপাড়া, দাসনগর, রামরাজাতলা- সহ দক্ষিণ হাওড়া, মধ্য হাওড়া, উত্তর হাওড়ার বিভিন্ন অঞ্চল জলমগ্ন। সকাল থেকেই মানুষ জলবন্দি হয় পড়েছেন। বিশেষ প্রয়োজনে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন যাঁরা, তাঁরা পড়েছেন তুমুল সমস্যায়। নবান্নের সামনেও জল জমেছে।