দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টির জেরে জলমগ্ন সল্টলেকের রাস্তা (Salt Lake)। আর সেই জলমগ্ন রাস্তাতেই অভিনব প্রতিবাদে শামিল হলেন বিজেপির যুব মোর্চার কর্মীরা (BJP Protest।
ইসি ব্লক ও এফডি ব্লকের মধ্যবর্তী এলাকায় জমে থাকা হাঁটুজলেই সাঁতার কাটলেন তাঁরা। যা দেখতে রাস্তায় ভিড় জমল কৌতূহলী জনতার। পরে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে লাগাতার বৃষ্টিতে (Kolkata Rain) শহরের একাধিক এলাকা জলমগ্ন (Water logging)। সল্টলেকের বাসিন্দারা অভিযোগ করেছেন, নিকাশির খারাপ ব্যবস্থার ফলেই নর্দমার জল রাস্তায় উঠে এসেছে।
#REL