দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব পরিচয়পত্রের তালিকায় এখনও ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামীদের স্বীকৃতি নেই। এই অভিযোগে উদ্বেগ ট্রান্সজেন্ডার কমিউনিটির মধ্যে। SIR বা বিশেষ নিবিড় সংশোধনে মোট ১১টি নথির উল্লেখ থাকলেও সেখানে স্পষ্ট ভাবে নেই ট্রান্সজেন্ডার পরিচয়ের আলাদা জায়গা। যার ফলে বহু রূপান্তরকামী মানুষ প্রতিদিন পরিচয় জটিলতা, নথি তৈরি, সরকারি পরিষেবা পাওয়া এবং সামাজিক স্বীকৃতি— সব ক্ষেত্রেই কম বেশি অসুবিধার মুখে পড়ছেন।
#REL