দ্য ওয়াল ব্যুরো: ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir) ছাব্বিশের ভোটে জেতা তো দূরস্ত নিজের জামানতও রক্ষা করতে পারবেন না বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তৃণমূলের একাধিক নেতা। যার জবাবে এবার নিজের সদ্য প্রাক্তন দলকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হুমায়ুন।
এদিন সংবাদ মাধ্যমকে তিনি বলেন, "মুর্শিদাবাদ জেলায় তৃণমূল (Trinamool , Murshidabad district) বলে কিছু থাকবে না। ২০১১ সালের আগে ছিল না। ১৬ তে ৪টে আসন পেয়েছিল। ২১ এ আমরা ছিলাম বলে ২০টা হয়েছিল। এবারে শূন্য করে দেব। এটা আমার চ্যালেঞ্জ।"