দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর (Jadavpur) ও সোনারপুর (Sonarpur) দক্ষিণের ভোটার তালিকায় (Voter List) একের পর এক গরমিলের অভিযোগ তুলল সিপিএম। মৃত, স্থানান্তরিত ও ‘ভূতুড়ে’ ভোটারের নাম রেখে দিয়ে ভোট কারচুপির মাটি তৈরি করা হচ্ছে, এমনই বিস্ফোরক দাবি করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)।
দলীয় সমীক্ষা তুলে ধরে সুজন বলেন, যাদবপুরে মোট ৩৪৭টি বুথে প্রতিটিতে গড়ে ৫০ জন মৃত মানুষের নাম রয়েছে ভোটার তালিকায়। তাঁর দাবি, “এই হিসাবে মৃত ভোটারের সংখ্যা অন্তত ১৭ হাজার ৩৫০। তার সঙ্গে স্থানান্তরিত ও ভূতুড়ে নাম মিলিয়ে সংখ্যাটা ছুঁয়েছে প্রায় ২০ হাজারে।”