দ্য ওয়াল ব্যুঃ টানা বৃষ্টি আর ডিভিসির ছাড়া জলে পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে খানাকুল ২ নম্বর ব্লকের। এলাকার মাড়োখানা, পানশিউলি, বন হিজলি, হানুয়া, চাঁদপুর, ঢলডাঙ্গা, শাবলসিংহপুর সহ একাধিক এলাকা জলমগ্ন। এর পাশাপাশি রূপনারায়ণ নদীও ফুলেফেঁপে উঠেছে। এর ওপর জোয়ারের জল ঢুকেছে। ফলে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। পশ্চিম খানাকুলের ঘোষপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রামও জলমগ্ন হয়েছে।