দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রীর সফরের (NarendraModi) আগে রাজনীতির সাজ সাজ রব, আর তাতেই ছন্দপতন দুর্গাপুরের রথের মেলায় (Durgapur, RathMela)। নেহরু স্টেডিয়ামে নরেন্দ্র মোদীর সভা উপলক্ষে প্রশাসনের নির্দেশে মেলা গুটিয়ে নেওয়ার বার্তা মিলতেই মাথায় হাত পড়েছে শতাধিক ছোট ব্যবসায়ীর।
রাজীব গান্ধী ময়দানে চলছিল রথ উপলক্ষে বার্ষিক মেলা। সাধারণত সরকারি মেলা শেষের পরও কিছুদিন অব্যাহত থাকে বিক্রির আশায়। কিন্তু এবার মেলা শেষের আগে মাঠ ফাঁকা করার নির্দেশ এসেছে। কারণ, প্রধানমন্ত্রীর সভাস্থলের পাশে এই ময়দানেই করা হবে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা।
#REL