দ্য ওয়াল ব্যুরো: শিশুরা ঠিকমতো পুষ্টি পাচ্ছে না। পড়াশোনা করানো হয় না সেন্টারে। এমন ভূরি ভূরি অভিযোগ রয়েছে রাজ্যে অসংখ্য আইসিডিএস সেন্টারের বিরুদ্ধে। ক্ষোভে সেন্টারের দরজায় তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতেও দেখা যায় অভিভাবকদের। কিন্তু তাদের থেকে অনেকটাই আলাদা বর্ধমানের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। শিশুদের বিকাশে নজির গড়েছে এই অঙ্গনওয়াড়ি। পেয়েছে মডেল আইসিডিএসের তকমা।