শুভদীপ বন্দ্যোপাধ্যায়
সুখেন দাসের হাত ধরে রক্ষণশীল বাড়ির বউ বাংলা ছবিতে এসেছিলেন। কড়া ধাতের স্বামীর নানা শর্তআরোপ পার করে টালিগঞ্জ পাড়ায় পা রেখেছিলেন তিনি। প্রথম ছবিতেই উত্তমকুমারের নায়িকা। তবে তিনি প্রেমের নায়িকা নন, বোনের ভূমিকায় ছবি সুপারহিট। তিনি শকুন্তলা বড়ুয়া।
'দ্য ওয়াল' আড্ডায় অকপটে সাক্ষাৎকার দিলেন বর্ষীয়ান অভিনেত্রী। উত্তমকুমার থেকে জীবনের নানা গল্প উঠে এল এই আড্ডায়। এরই মাঝে শিল্পী বললেন তাঁর আক্ষেপের কথা। টালিগঞ্জের পাড়ায় মানিয়ে নিতে পারছেন না তিনি। নবীন প্রজন্মের ঔদ্ধত্যে আহ হচ্ছেন অভিনেত্রী।