শুভদীপ বন্দ্যোপাধ্যায়
কমেডিয়ানের তকমা ভেঙে অনুপ কুমারকে নবজন্ম দিয়েছিল 'পলাতক' ছবির বসন্ত চরিত্রটি। যাকে সংসারে বাঁধা যায় না। পরোপকারে বসন্ত কোনও ভেদাভেদ মানত না। বাস্তবেও অনুপকুমার ছিলেন ঠিক এমন।
মানুষ হিসেবে সবার উপরে রাখতেই হয় অনুপ কুমারকে। সবার সুখ দুঃখে পাশে থাকতেন তিনি।