শুভদীপ বন্দ্যোপাধ্যায়
গ্ল্যামারকে সেই অর্থে কোনও দিন আমল দেননি এই অভিনেতা। অন্যদিকে তাঁর নিজের দাদা (Uttam Kumar) যেন গ্ল্যামারেরই দেবতা। কিন্তু ভাই একেবারেই সাধারণ সাজেও অসাধারণ। তিনি ইন্ডাস্ট্রির বুড়োদা, সবার প্রিয় তরুণকুমার (Tarun Kumar)। দাদা উত্তমকুমার বলতেন, "শুধু দু'জনের সঙ্গে অভিনয় করতে গেলে আমায় সতর্ক থাকতে হয়। একজন সাবু (সাবিত্রী চট্টোপাধ্যায়) আরেকজন আমার ভাই বুড়ো (তরুণকুমার)। দুজনেই আমার চেয়েও বড় অভিনেতা। এরা কখন তাক লাগিয়ে দেবে কিচ্ছু বলা যায় না।"