দ্য ওয়াল ব্যুরো: ৭১তম জাতীয় পুরস্কার ঘোষনায় শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন বলিউড বাদশা শাহরুখ খান। 'জওয়ান' ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন তিনি। শাহরুখ নিজেই বলেছেন ১৯৯২ সাল থেকে কেরিয়ার শুরু করে ৩৩ বছর কাটল, তারপর জাতীয় পুরস্কার পেলেন। অথচ 'জওয়ান' ছবির তুলনায় আগেই আরও অনেক ছবিতে উৎকৃষ্ট মানের অভিনয় করেছেন শাহরুখ। 'স্বদেশ, 'বীরজারা', 'দিল সে', 'দেবদাস' এর মতো ছবিও করেছিলেন তিনি। শাহরুখ খান জাতীয় পুরস্কার পেলেন যখন তিনি বছরে দু একটা ছবি করেন। কিন্তু উত্তমকুমার জাতীয় পুরস্কার পেয়েছিলেন তাঁর কেরিয়ারের মধ্যগগনে। যখন বছরে একাধিক সুপারহিট ছবি করছেন তিনি।