শুভদীপ বন্দ্যোপাধ্যায়
সুপ্রিয়ার ঠোঁটে 'আপনাদের দাদা' ডাক বাঙালির কাছে চিরকাল ছিল এক নিষিদ্ধ পরকীয়ার হাতছানি। ভারতীয় চলচ্চিত্রের শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েও সুপ্রিয়া চিরকাল সমাজের চোখে 'নিষিদ্ধ রমণী'। যে উত্তমকুমারকে শয্যার আশ্লেষে কেউ পায় না, ভরসার আদরে কেউ পায় না, সেই উত্তমকে একলা নারী সুপ্রিয়া জিতেছিলেন। একে বিবাহিত পুরুষ, তারওপর তিনি মহাতারকা, তাই সুপ্রিয়ার প্রতি বাঙালির এই বিদ্বেষের পিছনে লুকিয়ে ছিল এক অতৃপ্ত হিংসা।