শুভদীপ বন্দ্যোপাধ্যায়
'মনে রং না লাগলে তবে
এই হোলি কেমন হোলি
না লাগলে রং ফোটে
কি আর যৌবনেরই কলি'
মনে রং লেগে ফুটেছিল যৌবনেরই কলি কিন্তু সেই প্রেমের কলি ঝরে গিয়েছিল অচিরেই। কারণ প্রেম ছিল এক তরফা। আর তাতেই শেষ হয়ে গেলেন সুলক্ষণা পণ্ডিত। সুন্দরী নায়িকার এক করুণ কাহিনি। আজ তাঁর জন্মদিন কেমন ভাবে কাটাচ্ছেন অভিনেত্রী?